নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ ২৮বোতল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ। মালিকবিহীন অবস্থায় মদের বোতলগুলো উদ্ধার করেছেন বিজিবি।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেত্রকোণা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান – আজ বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বরুয়াকোণা বিওপি’র ৪সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১ এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৮নং রংছাতি ইউনিয়নের পাতলাবন নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ আইস ভদকা ২৮ বোতল আটক করে।
অধিনায়ক আরও জানান – আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

সাজ্জাদ হোসেন 





















