নরসিংদীতে মান নিয়ন্ত্রণে কয়েকটি ইট ভাটায় সার্ভিলেন্স অভিযান পরিচালনা করেছে বিএসটিআই আঞ্চলিক শাখা নরসিংদী।
বুধবার ১৭ ডিসেম্বর পলাশ উপজেলার কয়েকটি ইট ভাটায় এই অভিযান পরিচালিত হয় বিএসটিআই আঞ্চলিক শাখা নরসিংদী’র সহকারি পরিচালক (সিএম) নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম) পারভেজ মিয়া ও সারোয়ার হোসাইন এর সমন্বয়ে।
পলাশের সান্তানপাড়া’র মেসার্স এ এস এম ট্রেডার্স, গালীমপুরের মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স ব্রাদার্স ট্রেডার্স, পলাশের কাজৈরের মেসার্স আজিজ বুকুল এন্ড কোং, মেসার্স এম এম বি ব্রিকস ফিল্ড, পলাশ ঘোড়াশালের মেসার্স এম এ এন্টারপ্রাইস, মেসার্স নাযমুল হক এন্টারপ্রাইস (এন এইচ বি)ইউনিট-৪.২ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ক্রমিক নম্বর ০১-০৪ প্রতিষ্ঠান সমূহের উৎপাদিত ক্লে ব্রিকস পণ্যের অনুকূলে বাধ্যতামূলক সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেয়া হয়। ক্রমিক নং ০৪-০৭ প্রতিষ্ঠানসমূহের উৎপাদন বন্ধ থাকায় ক্লে ব্রিকস উৎপাদন শুরু হলে বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেয়া হয়।
বিএসটিআই নরসিংদীর এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তারা।

ওমর ফারুক: নরসিংদী প্রতিনিধি 





















