১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

কালীগঞ্জে সাবেক ছাত্রদল নেতা শরিফের বিরুদ্ধে ভ্যানচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক ভ্যানচালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ রাকিব হোসেন (২৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জের টিডিডি পাড়া (সিমুল মোড়) এলাকার মানিক মিয়ার ছেলে ভুক্তভোগী রাকিব হোসেন । তিনি ভ্যানগাড়ির মাধ্যমে মাছ ও ইলেকট্রিক সামগ্রী বিভিন্ন দোকানে সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে কালীগঞ্জ থানাধীন চাপারহাট বাজার (গ্রামীণ ব্যাংকের সামনে) এলাকায় অটো ভ্যান নিয়ে অবস্থানকালে একটি শিশু রাস্তায় পার হওয়ার সময় ভুক্তভোগী শিশুটিকে বাঁচাতে ভ্যান থামান। এ সময় চন্দ্রপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শরিফ (৩০), হানিফ মিয়া ও আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে তার মাথা ও চোখ-মুখে গুরুতর জখম হয়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত শরিফুল ভুক্তভোগীর প্যান্টের পেছনের পকেট থেকে ৪২,২৪০ টাকা ছিনিয়ে নেয় এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে।
ঘটনাস্থলে স্থানীয় দোকানদার ও বাজারের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগে স্থানীয়দের সহযোগিতায় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রেশন নম্বর- ৩২১৯৫/৩৩ এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী রাকিব হোসেন অভিযোগে জানান, অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে অভিযোগটি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয়

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

কালীগঞ্জে সাবেক ছাত্রদল নেতা শরিফের বিরুদ্ধে ভ্যানচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক ভ্যানচালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ রাকিব হোসেন (২৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জের টিডিডি পাড়া (সিমুল মোড়) এলাকার মানিক মিয়ার ছেলে ভুক্তভোগী রাকিব হোসেন । তিনি ভ্যানগাড়ির মাধ্যমে মাছ ও ইলেকট্রিক সামগ্রী বিভিন্ন দোকানে সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে কালীগঞ্জ থানাধীন চাপারহাট বাজার (গ্রামীণ ব্যাংকের সামনে) এলাকায় অটো ভ্যান নিয়ে অবস্থানকালে একটি শিশু রাস্তায় পার হওয়ার সময় ভুক্তভোগী শিশুটিকে বাঁচাতে ভ্যান থামান। এ সময় চন্দ্রপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শরিফ (৩০), হানিফ মিয়া ও আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।
একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে তার মাথা ও চোখ-মুখে গুরুতর জখম হয়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত শরিফুল ভুক্তভোগীর প্যান্টের পেছনের পকেট থেকে ৪২,২৪০ টাকা ছিনিয়ে নেয় এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে।
ঘটনাস্থলে স্থানীয় দোকানদার ও বাজারের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগে স্থানীয়দের সহযোগিতায় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রেশন নম্বর- ৩২১৯৫/৩৩ এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী রাকিব হোসেন অভিযোগে জানান, অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে অভিযোগটি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।