০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

কালীগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষা সারাদেশের ন্যায় কালীগঞ্জ উপজেলাতেও অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে চাপারহাট কিন্ডারগার্টেনের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ১৮৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

চাপারহাট কিন্ডারগার্টেন কেন্দ্রের আওতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, চাপারহাট কিন্ডারগার্টেন, রাইজিং সান মডেল স্কুল, নাবিলা ফারাহ বিদ্যা নিকেতন, জ্ঞান বিকাশ স্কুল ও আলহেরা একাডেমি।

পরীক্ষা কেন্দ্রের সচিবের দায়িত্ব পালন করেন চাপারহাট কিন্ডারগার্টেনের অধ্যক্ষ প্রভাস চন্দ্র বর্মা। হল সুপারের দায়িত্বে ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কালীগঞ্জের সভাপতি মো. শাহীনুর রহমান।

হল সুপার মো. শাহীনুর রহমান জানান, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় সারাদেশের ন্যায় কালীগঞ্জ উপজেলাতেও নিজস্ব উদ্যোগে ‘মেধা বৃত্তি পরীক্ষা’ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পরীক্ষার প্রথম দিনেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময় অনুযায়ী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সার্বিক তদারকিতে শিক্ষকবৃন্দ ও আয়োজক কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই এই বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে অভিভাবকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ক্ষুদে পরীক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে তারা খুবই খুশি ও আনন্দিত।

জনপ্রিয়

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

কালীগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষা সারাদেশের ন্যায় কালীগঞ্জ উপজেলাতেও অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে চাপারহাট কিন্ডারগার্টেনের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ১৮৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

চাপারহাট কিন্ডারগার্টেন কেন্দ্রের আওতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, চাপারহাট কিন্ডারগার্টেন, রাইজিং সান মডেল স্কুল, নাবিলা ফারাহ বিদ্যা নিকেতন, জ্ঞান বিকাশ স্কুল ও আলহেরা একাডেমি।

পরীক্ষা কেন্দ্রের সচিবের দায়িত্ব পালন করেন চাপারহাট কিন্ডারগার্টেনের অধ্যক্ষ প্রভাস চন্দ্র বর্মা। হল সুপারের দায়িত্বে ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কালীগঞ্জের সভাপতি মো. শাহীনুর রহমান।

হল সুপার মো. শাহীনুর রহমান জানান, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় সারাদেশের ন্যায় কালীগঞ্জ উপজেলাতেও নিজস্ব উদ্যোগে ‘মেধা বৃত্তি পরীক্ষা’ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পরীক্ষার প্রথম দিনেই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। নির্ধারিত সময় অনুযায়ী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সার্বিক তদারকিতে শিক্ষকবৃন্দ ও আয়োজক কমিটির সদস্যরা দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই এই বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে অভিভাবকরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ক্ষুদে পরীক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে তারা খুবই খুশি ও আনন্দিত।