রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আড়াই ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশী থেকে ২টি ছাড়াও আরও ৫টিসহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে শুরুতে। পরে আরও কিছু কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায় বচলে জানায়।

এবিএন ডেস্ক 





















