ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনেই থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আ: লীগের তথ্য গবেষণা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক প্রশান্ত কুমার (৫৫)কে পৌরশহরের বন্দর এলাকা থেকে রাত আনুমানিক ৯টার দিকে পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে |
গ্রেফতারকৃত প্রশান্ত কুমার বসাক পৌর শহরের বন্দর বসাক পাড়ার মৃত হেমন্ত বসাকের ছেলে। তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং আ’লীগ নেতা থাকাকালীন সময়ে এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান—প্রশান্ত কুমার বসাকের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 





















