জুলাইয়ের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে দল-মত নির্বিশেষে জুলাই আন্দোলনের সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহণে “জুলাই ঐক্য বকশীগঞ্জ” নামে একটি অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সংগঠন গঠনের বিষয়ে এক ইতিবাচক ও গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য হবে ন্যায়, ঐক্য ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখা। একই সঙ্গে জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও আদর্শকে বাস্তব কর্মসূচির মাধ্যমে সমাজে প্রতিফলিত করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠস্বর গড়ে তোলা। বক্তারা আরও জানান, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটবে এবং এটি একটি স্বচ্ছ ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ শুরু করবে।
আলোচনা সভা শেষে কাপুরুষোচিতভাবে ওসমান হাদীকে গুলি করার নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদে একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সন্ত্রাস, দমন-পীড়ন ও সহিংসতার রাজনীতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান। তারা বলেন, ন্যায় ও মানবাধিকারের প্রশ্নে বকশীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ, সচেতন এবং প্রতিবাদে দৃঢ়প্রতিজ্ঞ।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, এই ঐক্যই হবে আগামীর শক্তি এবং এই চেতনাই অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান গড়ে তুলবে।
০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ — ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ গঠনে ইতিবাচক আলোচনা ও প্রতিবাদ মিছিল
-
আলীমজনু বাবু, জামালপুর প্রতিনিধি - প্রকাশের সময় : ০৯:১৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- 61
জনপ্রিয়























