০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ — ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ গঠনে ইতিবাচক আলোচনা ও প্রতিবাদ মিছিল

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে দল-মত নির্বিশেষে জুলাই আন্দোলনের সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহণে “জুলাই ঐক্য বকশীগঞ্জ” নামে একটি অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সংগঠন গঠনের বিষয়ে এক ইতিবাচক ও গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য হবে ন্যায়, ঐক্য ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখা। একই সঙ্গে জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও আদর্শকে বাস্তব কর্মসূচির মাধ্যমে সমাজে প্রতিফলিত করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠস্বর গড়ে তোলা। বক্তারা আরও জানান, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটবে এবং এটি একটি স্বচ্ছ ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ শুরু করবে।
আলোচনা সভা শেষে কাপুরুষোচিতভাবে ওসমান হাদীকে গুলি করার নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদে একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সন্ত্রাস, দমন-পীড়ন ও সহিংসতার রাজনীতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান। তারা বলেন, ন্যায় ও মানবাধিকারের প্রশ্নে বকশীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ, সচেতন এবং প্রতিবাদে দৃঢ়প্রতিজ্ঞ।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, এই ঐক্যই হবে আগামীর শক্তি এবং এই চেতনাই অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান গড়ে তুলবে।

জনপ্রিয়

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ — ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ গঠনে ইতিবাচক আলোচনা ও প্রতিবাদ মিছিল

প্রকাশের সময় : ০৯:১৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে দল-মত নির্বিশেষে জুলাই আন্দোলনের সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহণে “জুলাই ঐক্য বকশীগঞ্জ” নামে একটি অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সংগঠন গঠনের বিষয়ে এক ইতিবাচক ও গঠনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য হবে ন্যায়, ঐক্য ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখা। একই সঙ্গে জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও আদর্শকে বাস্তব কর্মসূচির মাধ্যমে সমাজে প্রতিফলিত করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠস্বর গড়ে তোলা। বক্তারা আরও জানান, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটবে এবং এটি একটি স্বচ্ছ ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ শুরু করবে।
আলোচনা সভা শেষে কাপুরুষোচিতভাবে ওসমান হাদীকে গুলি করার নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদে একটি শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সন্ত্রাস, দমন-পীড়ন ও সহিংসতার রাজনীতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান। তারা বলেন, ন্যায় ও মানবাধিকারের প্রশ্নে বকশীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ, সচেতন এবং প্রতিবাদে দৃঢ়প্রতিজ্ঞ।
বক্তারা আশা প্রকাশ করে বলেন, এই ঐক্যই হবে আগামীর শক্তি এবং এই চেতনাই অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান গড়ে তুলবে।