ডিসেম্বর মহান বিজয়ের মাস হলেও লালমনিরহাট জেলার কোথাও নির্মিত হয়নি কোনো বিজয় তোরণ। প্রতি বছর বিজয় দিবসকে ঘিরে জেলা শহরসহ গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে তোরণ, আলোকসজ্জা ও ব্যানার-ফেস্টুন দেখা গেলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে।
এতে করে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন ও হতাশা দেখা দিয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বিজয় তোরণের গুরুত্ব অপরিসীম বলে মনে করেন সচেতন মহল। তাদের মতে, বিজয়ের মাসে ন্যূনতম আনুষ্ঠানিক প্রস্তুতি না থাকায় মুক্তিযুদ্ধের প্রতি দায়িত্ববোধ নিয়ে সংশয় তৈরি হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

রশিদুল ইসলাম রিপন, এবিএন নিউজ 





















