আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে পৌর শহর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এ অভিযানে অবৈধভাবে স্থাপিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন রোধে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকা থেকে প্রচারণা পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের নিয়মিত তদারকি কার্যক্রম চলমান থাকবে।

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি 





















