মহান মুক্তিযুদ্ধের সময় দেশের বুদ্ধিজীবীদের হত্যাকে স্মরণ করে কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার সকালে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে শহর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমীর আ ম ম আব্দুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার ঠিক আগে পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। এই ত্যাগ চিরকাল জাতির ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমের দৃষ্টান্ত রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভুঁইয়া, শহর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বদরুজ্জামান রুবেল এবং শহর সেক্রেটারি আ ন ম নয়িম। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদান স্মরণ করে নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।
০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করল শহর জামায়াত
-
এনামুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি - প্রকাশের সময় : ০৪:৪০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- 59
জনপ্রিয়























