রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিনা চাকমা।
আলোচনা সভায় বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হামিদ ও পঞ্চম কর্মকার। বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে দেশের সূর্যসন্তান বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন। তাঁরা বলেন, স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, লেখকসহ দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।
বক্তারা আরও বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের আদর্শ, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নোমাইনুল ইসলাম বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি 





















