ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের রেললাইন ঘেঁষে গড়ে ওঠা মাদক সেবন, বিক্রি ও দেহ ব্যবসার আস্তানা নিয়ে ABN টিভিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেন সাংবাদিক অমিত হাসান রবিন। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী সাংবাদিক রবিন জানান—রিপোর্ট প্রচারের পর এক ব্যক্তি বারবার তাকে খুঁজছে এবং প্রকাশ্যে জবাই করার হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়রা অভিযোগ করেন—মাদকচক্রটি দীর্ঘদিন ধরে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে। তাদের আশ্রয়–প্রশ্রয়ের কারণে এলাকায় মাদক ব্যবসা, দেহ ব্যবসা এবং অপরাধ কর্মকাণ্ড আরও বেড়ে গেছে।
এ ঘটনায় ভয় পেয়ে সাংবাদিক অমিত হাসান রবিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
সচেতন মহল বলছে—সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের সুরক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এবিএন ডেস্ক 





















