০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপিত

  • এবিএন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 83

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস, ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর জেলাপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। দুর্নীতিবিরোধী দিবস আমাদের নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে সততা প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দুর্নীতি প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দমনে আমাদের একতাবদ্ধ হওয়া খুবই জরুরি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দুর্নীতি প্রতিরোধে কার্যক্রম গ্রহণ করা গেলে সমাজে ন্যায্যতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত হবে। এছাড়াও আইনি কাঠামো শক্তিশালীকরণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধিকরণসহ নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, দুর্নীতি একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা, যা প্রশাসনিক সক্ষমতা দুর্বল করে এবং উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে তরুণ সমাজকে সম্পৃক্ত করেই আন্দোলন চালিয়ে যেতে হবে। তরুণেরাই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধে প্রশাসনিক কাঠামোকে আরো শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুর্নীতি প্রতিরোধে রংপুর জেলাপ্রশাসনের কার্যক্রম প্রসঙ্গে জেলাপ্রশাসক বলেন, রংপুর জেলাপ্রশাসন জনসেবা সহজীকরণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন দাপ্তরিক সেবা অনলাইনে চালু করেছে। পাশাপাশি, অভিযোগ ব্যবস্থাপনাকে জিআরএস সিস্টেমের মাধ্যমে আরো শক্তিশালী করা হয়েছে। হয়রানিমুক্ত, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতে দাপ্তরিক কার্যক্রমে শুদ্ধাচার প্রয়োগে তিনি সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া, রংপুর দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাং নূরুল হুদা, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাওন মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. নাসিমা আকতার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে দিবসটি উপলক্ষ্যে টাউনহল গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপিত

প্রকাশের সময় : ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস, ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর জেলাপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। দুর্নীতিবিরোধী দিবস আমাদের নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে সততা প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দুর্নীতি প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ ও দমনে আমাদের একতাবদ্ধ হওয়া খুবই জরুরি। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই দুর্নীতি প্রতিরোধে কার্যক্রম গ্রহণ করা গেলে সমাজে ন্যায্যতা, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত হবে। এছাড়াও আইনি কাঠামো শক্তিশালীকরণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধিকরণসহ নাগরিকদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, দুর্নীতি একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা, যা প্রশাসনিক সক্ষমতা দুর্বল করে এবং উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে তরুণ সমাজকে সম্পৃক্ত করেই আন্দোলন চালিয়ে যেতে হবে। তরুণেরাই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধে প্রশাসনিক কাঠামোকে আরো শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুর্নীতি প্রতিরোধে রংপুর জেলাপ্রশাসনের কার্যক্রম প্রসঙ্গে জেলাপ্রশাসক বলেন, রংপুর জেলাপ্রশাসন জনসেবা সহজীকরণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন দাপ্তরিক সেবা অনলাইনে চালু করেছে। পাশাপাশি, অভিযোগ ব্যবস্থাপনাকে জিআরএস সিস্টেমের মাধ্যমে আরো শক্তিশালী করা হয়েছে। হয়রানিমুক্ত, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতে দাপ্তরিক কার্যক্রমে শুদ্ধাচার প্রয়োগে তিনি সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি ড. আ.ক.ম আকতারুজ্জামান বসুনিয়া, রংপুর দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাং নূরুল হুদা, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাওন মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. নাসিমা আকতার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে দিবসটি উপলক্ষ্যে টাউনহল গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।