“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ঠাকুরগাঁও কোর্ড চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কোর্ড চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনায় বক্তারা দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে সততা ও নৈতিকতার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান। এছাড়া উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

নাজিমুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 





















