বগুড়া সারিয়াকান্দিতে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৱ্যালী এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ৫ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান,কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্,প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মীর কাওসার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাইলা পারভিন নাহার প্রমুখ। জয়ীতা পুরস্কার প্রাপ্ত পাঁচ নারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মরিয়ম আক্তার,অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মুরশিদা বানু,সফল জননী নারী আন্জুয়ারা বেগম, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে বিভীষিকা মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ডেজি খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে রুপালী বেগম। জয়ীতাদের হাতে পুরস্কার তুলে দেন সুমাইয়া ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইজিএ প্রশিক্ষক মৌসুমি আক্তার। পরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে পিঠা উৎসব উদ্বোধন করেন ইউএনও সুমাইয়া ফেরদৌস।
০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
-
পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার - প্রকাশের সময় : ০২:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- 90
জনপ্রিয়























