০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

লামার ক্রেসং ম্রো পাড়ায় প্রথমবারের মতো ইউএনওর উপস্থিতি ও সৌরচালিত গভীর নলকূপ প্রকল্পের উদ্বোধন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের দূরবর্তী ক্রেসং ম্রো পাড়ায় স্থানীয় সরকার বিভাগ (Local Government Division) বাস্তবায়িত Local Government Initiative on Climate Change (LOGIC) প্রকল্পের আওতায় “সৌরচালিত গভীর নলকূপ স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা” প্রজেক্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন, লামা, বান্দরবান পার্বত্য জেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জনাব আবু হানিফ, আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাড়াবাসী।

প্রকল্পের তথ্য:

স্কিম স্থান: ফেলং ম্রো পাড়া (ক্রেসং ম্রো পাড়া), ওয়ার্ড নং ০২, উপজেলা: লামা

প্রকল্প বর্ষ: ২০২০–২০২৪ (বজায় রাখার সময়কাল: ২০২৫–২০২৬)

টোটাল বাজেট: ৫৪,২০,৭৯০ টাকা

নিট কন্ট্রিবিউশন: ৮,৫০,০০০ টাকা

কার্যকরী প্রতিষ্ঠান: স্থানীয় সরকার বিভাগ (LGD), LOGIC Project

সৌরচালিত এই গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে ফেলং ম্রো পাড়া ও আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে স্বাধীনতার পর এই প্রথম একজন ইউএনও সরাসরি এই পাড়ায় গিয়ে প্রকল্প উদ্বোধন করেন, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন—
“প্রত্যন্ত অঞ্চলের মানুষের মৌলিক সেবা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। LOGIC প্রকল্পের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ এসব এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। ক্রেসং ম্রো পাড়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা তাদের জীবনে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনবে।”

স্থানীয়দের ভাষ্য—পাহাড়ি এই পাড়ায় বৈষম্য ও অবহেলার কারণে বহু বছর ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল। নতুন এই সৌরচালিত গভীর নলকূপ তাদের নিত্যদিনের কষ্ট কমিয়ে স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে।

উদ্বোধন শেষে ইউএনও ও অতিথিবৃন্দ পাড়াবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার আরও উন্নয়ন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জনপ্রিয়

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

লামার ক্রেসং ম্রো পাড়ায় প্রথমবারের মতো ইউএনওর উপস্থিতি ও সৌরচালিত গভীর নলকূপ প্রকল্পের উদ্বোধন

প্রকাশের সময় : ০৮:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের দূরবর্তী ক্রেসং ম্রো পাড়ায় স্থানীয় সরকার বিভাগ (Local Government Division) বাস্তবায়িত Local Government Initiative on Climate Change (LOGIC) প্রকল্পের আওতায় “সৌরচালিত গভীর নলকূপ স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা” প্রজেক্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন, লামা, বান্দরবান পার্বত্য জেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জনাব আবু হানিফ, আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাড়াবাসী।

প্রকল্পের তথ্য:

স্কিম স্থান: ফেলং ম্রো পাড়া (ক্রেসং ম্রো পাড়া), ওয়ার্ড নং ০২, উপজেলা: লামা

প্রকল্প বর্ষ: ২০২০–২০২৪ (বজায় রাখার সময়কাল: ২০২৫–২০২৬)

টোটাল বাজেট: ৫৪,২০,৭৯০ টাকা

নিট কন্ট্রিবিউশন: ৮,৫০,০০০ টাকা

কার্যকরী প্রতিষ্ঠান: স্থানীয় সরকার বিভাগ (LGD), LOGIC Project

সৌরচালিত এই গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে ফেলং ম্রো পাড়া ও আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে স্বাধীনতার পর এই প্রথম একজন ইউএনও সরাসরি এই পাড়ায় গিয়ে প্রকল্প উদ্বোধন করেন, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন—
“প্রত্যন্ত অঞ্চলের মানুষের মৌলিক সেবা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। LOGIC প্রকল্পের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ এসব এলাকার মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। ক্রেসং ম্রো পাড়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা তাদের জীবনে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনবে।”

স্থানীয়দের ভাষ্য—পাহাড়ি এই পাড়ায় বৈষম্য ও অবহেলার কারণে বহু বছর ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকট ছিল। নতুন এই সৌরচালিত গভীর নলকূপ তাদের নিত্যদিনের কষ্ট কমিয়ে স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করবে।

উদ্বোধন শেষে ইউএনও ও অতিথিবৃন্দ পাড়াবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার আরও উন্নয়ন ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।