লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকায় মালদাহ রত্নাই নদীর ওপর যুবদল উদ্যোগে নির্মিত কাঠের ব্রিজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ, সদস্য সচিব হাসান আলীসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি ছিল নদী পাড়াপাড়কে কেন্দ্র করে। একটি স্থায়ী সেতুর অভাবে স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর স্রোত বেড়ে গেলে নৌকায় পারাপারই হয়ে উঠত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নতুন কাঠের ব্রিজটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। তারা এই উদ্যোগের প্রশংসা করে দ্রুত সরকারিভাবে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি পুনর্ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “১৭ বছরেও আওয়ামী লীগ সরকার ছোট ছোট সেতুগুলো মানুষকে দিতে পারেনি। সাধারণ মানুষের কষ্ট লাঘবে তাদের আন্তরিকতার ঘাটতি ছিল ভয়াবহ।” তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনে মানুষ দুঃখ–দুর্দশায় ছিল। ৫ আগস্টের পর থেকে দলীয় নেতাকর্মীরা মানুষের কাছে যেতে পারছেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিচ্ছেন। যুবদল আজ যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”
স্থানীয়দের প্রত্যাশা, যুবদলের উদ্যোগে নির্মিত এই কাঠের সেতুটি আপাতত তাদের দৈনন্দিন যাতায়াত সহজ করবে এবং অচিরেই সরকার স্থায়ী সেতু নির্মাণ করে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে।

এস,আর শরিফুল ইসলাম রতন, স্টাফ রিপোর্টার 



















