ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৪ ডিসেম্বর ( বৃহস্পতিবার) রাণীশংকৈল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন অফ বাংলাদেশ রিয়্যাক্টস ইন প্রজেক্টের আয়োজনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে লেহেম্বা,নন্দুয়ার, হোসেনগাঁও, নেকমরদসহ চারটি ইউনিয়নে ১৮০ জন সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে চার কেজি করে জিংক সমৃদ্ধ ধানের (ব্রি ধান ৭৪ এবং ১০২) বীজ বিতরণ করা হয় |
উক্ত বীজ বিতরণ প্রোগ্রামটি তিনটি স্থানে অনুষ্ঠিত হয়- লেহেম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয় ,নেকমরদ ইউনিয়ন পরিষদ এবং বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ে। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের উপস্থিতিতে নন্দুয়ার এবং হোসেনগাঁও ইউনিয়নের সুবিধাভোগীদের বলিদ্বারা উচ্চ বিদ্যালয় মাঠে ৮০ জন কৃষককে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে । উক্ত স্থানে আরো উপস্থিত ছিলেন বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন , নন্দুয়ার ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার একরামুল করিম এবং রিয়্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার,প্রজেক্ট অফিসার বিলকিস বেগম , কমিউনিটি সুপারভাইজার রিফাত মাহমুদসহ কমিউনিটি ফ্যাসিলিটেটরগন |
উক্ত অনুষ্ঠানে জিংকের অভাবে কি কি সমস্যা হয় এবং কিভাবে এটা দূর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয় | জিংক ধান চাষ নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয় এবং কৃষকদের সুবিধার্থে প্রত্যেককে একটি করে লিফলেট দেওয়া হয় |

পেয়ার আলী, স্টাফ রিপোর্টার 





















