মাদারীপুর–১ আসনে দীর্ঘদিনের আলোচনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে তীব্র সমালোচনা ও অসন্তোষের জেরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন প্রার্থী চূড়ান্ত করে দলটি।
গত ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে মাদারীপুর–১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলে তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশ প্রকাশ্যে ক্ষোভ জানান। এলাকায় প্রতিবাদ, মানববন্ধনসহ নানা কর্মসূচিতে মাঠপর্যায়ে অস্থিরতা সৃষ্টি হয়। পরিস্থিতি পর্যালোচনা করে অবশেষে মনোনয়ন পুনর্বিবেচনা করতে বাধ্য হয় বিএনপি।
বৃহস্পতিবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬ আসনের নতুন প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেখানে মাদারীপুর–১ আসনে নতুন প্রার্থী হিসেবে উঠে আসে নাদিরা মিঠুর নাম।
নাদিরা মিঠু—শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী। বর্তমানে তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্য এবং শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা ও সংগঠনশীলতার কারণে দীর্ঘদিন ধরেই তিনি আলোচনায় ছিলেন। এর আগেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার দিক থেকে নাদিরা মিঠুই এখন এই আসনে দলের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী। তাঁদের আশা, তার নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর–১ আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে।

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি 





















