১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আংশিক কর্মবিরতি পালন করে আন্দোলন করছে তারা। আগামী দুই কর্মদিবসের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষনা দেন তারা।

বুধবার হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন গ্রেড বৈষম্য দূরীকরণ এবং দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এখনো তা কার্যকর না হওয়ায় পেশাগত উন্নতি ও ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের বিএমটিএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক জুয়েল রানা, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ইউনিটের বিপুল সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং শিক্ষানবীশরা অংশ নেন।

জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলায় আজও সাক্ষ্য দেবেন তদন্ত কর্মকর্তা

টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

প্রকাশের সময় : ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আংশিক কর্মবিরতি পালন করে আন্দোলন করছে তারা। আগামী দুই কর্মদিবসের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে ঘোষনা দেন তারা।

বুধবার হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন গ্রেড বৈষম্য দূরীকরণ এবং দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এখনো তা কার্যকর না হওয়ায় পেশাগত উন্নতি ও ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের বিএমটিএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক জুয়েল রানা, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ইউনিটের বিপুল সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং শিক্ষানবীশরা অংশ নেন।