বান্দরবানে সদ্য বদলিকৃত বরগুনা জেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীনের বদলি আদেশ বাতিলের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান জেলা শাখা। সংগঠনের দাবি—উক্ত কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ড, অসদাচরণ এবং নারী ও শিশু নির্যাতন মামলার অভিযোগ থাকায় তাকে বান্দরবানে পদায়ন জেলার জন্য ক্ষতিকর সিদ্ধান্ত।
স্মারকলিপি প্রদান করেন পিসিসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন, সহ-সভাপতি জমির উদ্দীন, সহ-সভাপতি জানে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, অভিযোগপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত হিসেবে অভিযুক্ত কর্মকর্তাকে “শাস্তিমূলক বদলি” হিসেবে বান্দরবানে পাঠানো পুরো জেলার জন্য অপমানজনক। তারা অভিযোগসমূহের তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা যেন দায়িত্ব না পান—এ দাবি জানান।
পিসিসিপির ৫ দফা দাবির মধ্যে রয়েছে—
১. মোহাম্মদ জসীম উদ্দীনের বদলি আদেশ বাতিল।
২. শাস্তিমূলক বদলির নামে পার্বত্য অঞ্চলকে অবমাননার সংস্কৃতি বন্ধ।
৩. পার্বত্য জেলায় বদলি ও নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত।
৪. অভিযোগ নিষ্পত্তির আগ পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যদায়িত্ব স্থগিত।
৫. ভবিষ্যতে শাস্তিমূলক বদলির তালিকা থেকে বান্দরবানের নাম বাদ রাখা।
সংগঠনটি সতর্ক করে জানায়—দাবি না মানলে তারা অবস্থান কর্মসূচি ও গণতান্ত্রিক আন্দোলনে যেতে বাধ্য হবে।

ফরহাদ আহমদ সজল; বান্দরবান 






















