১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মবিরতি পালন করা হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ, শ্রীবরদীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) মো. কামরুজ্জামান ফারুক। কর্মসূচি পরিচালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. মাহবুবুল আলম শাহীন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট স্বপন কুমার সেন, ফার্মাসিস্ট সাঈদ তালুকদার, ডেন্টাল টেকনোলজিস্ট মোস্তাফিজুর রহমান, ল্যাব টেকনোলজিস্ট সোহেল রানা ও মেডিকেল টেকনোলজিস্ট হান্নানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনিকভাবে সংগঠিত হয়ে আমাদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কাজ করে যাচ্ছি। কিন্তু এখনো আমাদের সেই দাবি বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করেও আমরা চরমভাবে অবহেলিত। তাই বাধ্য হয়ে আজ কর্মবিরতি পালন করছি।”

তাঁরা আরও জানান, দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

জনপ্রিয়

হাসনাত আবদুল্লাহর জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি

প্রকাশের সময় : ০২:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মবিরতি পালন করা হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ, শ্রীবরদীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) মো. কামরুজ্জামান ফারুক। কর্মসূচি পরিচালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. মাহবুবুল আলম শাহীন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ফার্মাসিস্ট স্বপন কুমার সেন, ফার্মাসিস্ট সাঈদ তালুকদার, ডেন্টাল টেকনোলজিস্ট মোস্তাফিজুর রহমান, ল্যাব টেকনোলজিস্ট সোহেল রানা ও মেডিকেল টেকনোলজিস্ট হান্নানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনিকভাবে সংগঠিত হয়ে আমাদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কাজ করে যাচ্ছি। কিন্তু এখনো আমাদের সেই দাবি বাস্তবায়ন হয়নি। স্বাস্থ্যসেবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করেও আমরা চরমভাবে অবহেলিত। তাই বাধ্য হয়ে আজ কর্মবিরতি পালন করছি।”

তাঁরা আরও জানান, দাবি বাস্তবায়ন না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে লাগাতার শাটডাউন কর্মসূচি পালন করা হবে।