খুলনা আদালত চত্বরে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই জনের মধ্যে এক জনের নিহতের খবর পাওয়া গেছে। অপরজনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহতরা আদালতে হাজিরা শেষে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত এবং আহতের পরিচয় জানা যায়নি।

এবিএন ডেস্ক 






















