নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সংঘর্ষে গুরুতর আহত হন হান্নান খান (৬০)। খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৯ নভেম্বর) ভোর রাতে তিনি মারা যান। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপর তথ্য অনুযায়ী, নিহত হান্নান খান ওই গ্রামের মৃত জরিফ খানের ছেলে। স্থানীয়রা জানান, বুড়িখালির একটি বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে কয়েক বছর ধরে উত্তেজনা ছিল। শুক্রবার সকালে জমি সংক্রান্ত কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূইয়া, রাজিব ভূইয়া ও তবিবর ভূইয়া আহত হন। আহতদের প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আনা হয়; পরে উন্নত চিকিৎসার জন্য চারজনকেই খুলনা মেডিকেলে রেফার করা হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হান্নান খানের মৃত্যু ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

সাকিব সুলতান, নড়াইল জেলা প্রতিনিধি 






















