গোপালগঞ্জে ডায়াবেটিস, হাইপারটেনশন ও অন্যান্য রোগীদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টার।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খাঁন উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্প থেকে ৩০০ রোগীকে ফ্রি চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
ফ্রি ডায়াবেটিস পরীক্ষা শেষে ডায়াবেটিস, হাইপারটেনশন ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং পরামর্শ সেবা প্রদান করেন মেডিসিন, ডায়াবেটিস, হরমোন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. হাবিবুর রহমান।
পরে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ফ্রি ক্যাম্পের আয়োজক মেডিল্যাব ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. মো. হাবিবুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডায়াবেটিস ও হাইপার টেনশন সচেতনতা বৃদ্ধির জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি রোগীদের কাউন্সিলিং করে ডায়াবেটিস ও হাইপারটেনশন সম্পর্কে সচেতন করা হয়েছে। এ রোগ সম্পর্কে সচেতন করা গেলে একটি বিশাল জনগোষ্ঠী সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। সেই সাথে এই জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় কমে আসবে। সেই সাথে এসব রোগের জটিলতাও কমবে।
১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
-
গোপালগঞ্জ প্রতিনিধি: - প্রকাশের সময় : ০৫:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- 65
জনপ্রিয়
























