ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় হামজা মোল্লা (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের বেপারী বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামজা উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের প্রবাসী শহীদ মোল্লার ছেলে এবং স্থানীয় বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে হামজা মোটরসাইকেল চালিয়ে সদরপুরের দিকে আসছিল। বেপারী বাড়ির মোড়ে পৌঁছালে একটি ইজিবাইক ইউটার্ন নেওয়ার সময় হামজার মোটরসাইকেলটি সেটির সঙ্গে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে হামজা রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের ওপর ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. জুয়েলিয়া জাহান আঁচল তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রানা অর্ণব, স্টাফ রিপোর্টার 
























