০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

লামার সরই ইউনিয়নের আমতলীতে প্রতারণার অভিযোগে স্থানীয়দের মানববন্ধন

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের আমতলী এলাকায় একজন ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় আমতলী বাজারসংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৮), পিতা—গোলাম সোবহান ফকির, স্থায়ী ঠিকানা রুমা উপজেলার মুসলিমপাড়া হলেও বেশ কিছুদিন ধরে আমতলী এলাকায় বসবাস করে আসছেন। স্থানীয়দের দাবি, তিনি কথিতভাবে প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষদের কাছ থেকে বিভিন্ন সময় অর্থ আদায় করেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।

অভিযোগকারীদের ভাষ্য, একাধিক পরিবার তার আচরণ ও কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করলেও কার্যকর কোনো ফল পাওয়া যায়নি। ফলে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত পদক্ষেপের দাবিতে তারা মানববন্ধনে অংশ নিতে বাধ্য হয়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগগুলোর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ আবু বক্কর সিদ্দিকের মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

মনোনয়নপত্র জমা দিলেন গোলাম পরওয়ার

লামার সরই ইউনিয়নের আমতলীতে প্রতারণার অভিযোগে স্থানীয়দের মানববন্ধন

প্রকাশের সময় : ০৭:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের আমতলী এলাকায় একজন ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় আমতলী বাজারসংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৮), পিতা—গোলাম সোবহান ফকির, স্থায়ী ঠিকানা রুমা উপজেলার মুসলিমপাড়া হলেও বেশ কিছুদিন ধরে আমতলী এলাকায় বসবাস করে আসছেন। স্থানীয়দের দাবি, তিনি কথিতভাবে প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষদের কাছ থেকে বিভিন্ন সময় অর্থ আদায় করেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।

অভিযোগকারীদের ভাষ্য, একাধিক পরিবার তার আচরণ ও কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করলেও কার্যকর কোনো ফল পাওয়া যায়নি। ফলে প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত পদক্ষেপের দাবিতে তারা মানববন্ধনে অংশ নিতে বাধ্য হয়েছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগগুলোর তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ আবু বক্কর সিদ্দিকের মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।