দেশের সর্বোচ্চ উচ্চতায় নির্মিত দারুস সালাম জামে মসজিদ এখন সাজেক উপত্যকার নতুন আকর্ষণ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৭০০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মসজিদকে ঘিরে প্রতিদিনই ভিড় করছেন পর্যটকরা।
পাহাড়ের চূড়া জুড়ে দিগন্তবিস্তৃত সবুজ পাহাড়, ভেসে বেড়ানো সাদা মেঘ আর রোদের লুকোচুরির মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে রয়েছে এই মসজিদ। এমন মোহময় প্রকৃতির মধ্যে যখন ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি, তখন পুরো এলাকা যেন আরও বেশি শান্ত, প্রশান্ত ও আধ্যাত্মিক হয়ে ওঠে।
শুধু ধর্মীয় উপাসনালয় হিসেবে নয়, দারুস সালাম জামে মসজিদ এখন সাজেক ভ্যালির পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ ও নির্জন শান্তির কেন্দ্র। দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনী, স্থানীয়রা এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হওয়ায় এটি প্রতিকূলতার মাঝে ঐক্য, সহযোগিতা ও সংগ্রামী মনোভাবেরও প্রতীক হয়ে উঠেছে।
প্রকৃতির অপার সৌন্দর্য এবং মানুষের নিষ্ঠা মিলিয়ে দারুস সালাম জামে মসজিদ এখন সাজেকের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হচ্ছে।

ফরহাদ আহমদ সজল, বান্দরবান 






















