“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”আমিষেই শক্তি,আমিষেই মুক্তি’ প্রতিবাদ্যকে সামনে রেখে সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অত্র প্রাণিসম্পদ দপ্তর হাসপাতালের প্রাঙ্গণে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদের অনুপস্থিতে উদ্বোধন করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো.আতিকুর রহমান। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খামারিদের স্টল পরিদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র উপপরিচালক ডাঃ গোপেশ চন্দ্র সরকার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মীর কাওছার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ এ জেড.এম. খালেদ জুলফিকার।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তমাল মাহমুদ। উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন খামারীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা। প্রদর্শনীতে দেশী-বিদেশী বিভিন্ন প্রকার গবাদিপশু গাভী (গরু), ষাড়,ছাগল,ভেড়া,হাঁস,মুরগী,কবুতরসহ বিভিন্ন সৌখিন পাখি প্রদর্শন ৩০ টি স্টল অংশগ্রহণ করে। উক্ত প্রদর্শনীর বিভিন্ন ক্যাটাগরিতে খামারি ভাই বোনদের মুল্যায়নে ১৪ জন খামারি ভাই বোনদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান
-
পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: - প্রকাশের সময় : ০৭:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- 82
জনপ্রিয়



























