০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বা বাংলা ১১ অগ্রহায়ণ ১৪৩২ সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই র‍্যালি বের হয়।
রঙিন ব্যানার, পোস্টার, গ্রামীণ পশুপালনের নানান প্রতীক ও প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ উন্নয়নের প্রদর্শনী সাজিয়ে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় কৃষক, খামারি, ছাত্রছাত্রীসহ নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ, টিকা, রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও দুধ-ডিম-গোশত উৎপাদনে নতুন কৌশল এখন সময়ের দাবি। সরকার পরিচালিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ইতোমধ্যে গ্রামীণ খামারগুলোতে বড় পরিবর্তন তৈরি করেছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে গবাদিপশু পালন, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া উন্নয়নে নতুন প্রযুক্তি, কৃত্রিম প্রজনন সেবা, খামার ব্যবস্থাপনা, পশুখাদ্য উন্নয়ন এবং রোগ প্রতিরোধ বিষয়ে তথ্য-সেবা দেওয়া হবে। স্থানীয় খামারিরা তাঁদের উৎপাদিত পণ্য ও উদ্ভাবনী কার্যক্রমও প্রদর্শন করবেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালীগঞ্জের তত্ত্বাবধানে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহায়তায় সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করেন, এবারের প্রাণিসম্পদ সপ্তাহ নতুন উদ্যোক্তা তৈরিতে, গ্রামীণ অর্থনীতির গতিশীলতায় এবং নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদনে নতুন দিক খুলে দেবে।

জনপ্রিয়

জাবিতে চ্যাটজিপিটির সাহায্যে চান্স, পরবর্তী ইউনিটের পরীক্ষায় ধরা পড়ল শিক্ষার্থী

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:৩৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বা বাংলা ১১ অগ্রহায়ণ ১৪৩২ সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই র‍্যালি বের হয়।
রঙিন ব্যানার, পোস্টার, গ্রামীণ পশুপালনের নানান প্রতীক ও প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ উন্নয়নের প্রদর্শনী সাজিয়ে র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় কৃষক, খামারি, ছাত্রছাত্রীসহ নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ, টিকা, রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও দুধ-ডিম-গোশত উৎপাদনে নতুন কৌশল এখন সময়ের দাবি। সরকার পরিচালিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ইতোমধ্যে গ্রামীণ খামারগুলোতে বড় পরিবর্তন তৈরি করেছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে গবাদিপশু পালন, হাঁস-মুরগি, ছাগল ও ভেড়া উন্নয়নে নতুন প্রযুক্তি, কৃত্রিম প্রজনন সেবা, খামার ব্যবস্থাপনা, পশুখাদ্য উন্নয়ন এবং রোগ প্রতিরোধ বিষয়ে তথ্য-সেবা দেওয়া হবে। স্থানীয় খামারিরা তাঁদের উৎপাদিত পণ্য ও উদ্ভাবনী কার্যক্রমও প্রদর্শন করবেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালীগঞ্জের তত্ত্বাবধানে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহায়তায় সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করেন, এবারের প্রাণিসম্পদ সপ্তাহ নতুন উদ্যোক্তা তৈরিতে, গ্রামীণ অর্থনীতির গতিশীলতায় এবং নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদনে নতুন দিক খুলে দেবে।