০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

কালিহাতীতে শাক তুলতে গিয়ে ১৪ বছরের কিশোরী ধর্ষণের শিকার – অভিযুক্ত মানিক পলাতক

টাঙ্গাইলের কালিহাতীতে মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ১৪ বছরের এক কিশোরী। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক মানিক (৪০) পলাতক রয়েছে। সে ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে স্কুল থেকে ফিরে ওই কিশোরী কৃষি জমিতে শাক তুলতে যায়। এ সময় স্থানীয় মানিক নামের এক যুবক তাকে পরিত্যক্ত মেশিন ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী কিশোরীকে নিয়ে তার মা ধর্ষক মানিকের বাড়িতে গেলে মা ও মেয়েকে তার ছেলে ও বাড়ির লোকজন মিলে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে মামলা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মানিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

কালিহাতীতে শাক তুলতে গিয়ে ১৪ বছরের কিশোরী ধর্ষণের শিকার – অভিযুক্ত মানিক পলাতক

প্রকাশের সময় : ০৭:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ১৪ বছরের এক কিশোরী। রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক মানিক (৪০) পলাতক রয়েছে। সে ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে স্কুল থেকে ফিরে ওই কিশোরী কৃষি জমিতে শাক তুলতে যায়। এ সময় স্থানীয় মানিক নামের এক যুবক তাকে পরিত্যক্ত মেশিন ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী কিশোরীকে নিয়ে তার মা ধর্ষক মানিকের বাড়িতে গেলে মা ও মেয়েকে তার ছেলে ও বাড়ির লোকজন মিলে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে মামলা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মানিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।