গাইবান্ধার গোবিন্দগঞ্জে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিএড প্রশিক্ষণ বাধ্যতামূলক করা এবং সহকারী শিক্ষক হিসেবে যোগদানের শুরুতেই ১০ম গ্রেড প্রদানসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)।
২৫ নভেম্বর (মঙ্গলব) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে অংশ নেন বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান সরকার। এছাড়া উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহজাহান আলী সাজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক বেলাল হোসেন, মহিলা বিষয়ক যুগ্ম সম্পাদক সাথী আকতার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু তাহের মো. ইমরান হোসেন।
এ ছাড়া শিক্ষক কর্মচারীদের মধ্যে মেজবাউল ইসলাম, আবু সাইদ, সাজ্জাদ হোসেন, মো. ওমর ফারুক সরকার, মোছা. শাহরীন আকতার খুশী উপস্থিত ছিলেন ।

ফিরোজ প্রধান, গাইবান্ধা প্রতিনিধি 

























