জামালপুর জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা সোমবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
সভায় জেলার সামগ্রিক অপরাধ চিত্র নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ছাড়াও বিভিন্ন থানার খাতভিত্তিক মামলার পরিসংখ্যান, মামলা রুজু ও নিষ্পত্তি, মুলতবী মামলার অবস্থা, অপমৃত্যু মামলা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম, গ্রেফতারি ও ক্রোকী পরোয়ানা বাস্তবায়ন, বিট পুলিশিং কার্যক্রমসহ পুরো জেলার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।
এছাড়া জেলার গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতি এবং গোয়েন্দা শাখার কার্যক্রম নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভা শেষে অক্টোবর-২০২৫ মাসে কর্মদক্ষতা, কর্মস্পৃহা ও সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসার, ফোর্স ও আউটসোর্সিং সদস্যদের পুরস্কৃত করা হয়।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রতি সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয়, আন্তরিক ও জবাবদিহিমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম; সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মোঃ ইমরুল হাসান; সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া—সহ জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিবি কর্মকর্তা, ডিআইও, তদন্তকেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জ, ট্রাফিক এবং কোর্ট ইন্সপেক্টরগণ।

আলী মজনু বাবু , জামালপুর প্রতিনিধি 

























