গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
সোমবার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের নির্দেশনায় এসআই তাহসিন, এএসআই আনসোপ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপড়ীগঞ্জ এলাকায় চেকপোস্ট স্থাপন করে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি “3D Expresso” প্রাইভেট গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

ফিরোজ প্রধান, গাইবান্ধা প্রতিনিধি 





















