০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

জামালপুরের বকশীগঞ্জে চালককে বিস্কুটের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এঘটনা ঘটে।
ওই অটোরিকশা চালকের নাম জহুরুল ইসলাম (২৮)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের তারা মিয়ার ছেলে।
জানা যায়, দেওয়ানগঞ্জের সাখাওয়াত মোড় থেকে দুই জন ব্যক্তি যাত্রী সেজে অটোরিকশায় করে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আসেন। ওই দুই ব্যক্তি কিছুক্ষণ পর অটোরিকশা চালক জহুরুল ইসলামকে বিস্কুট খাওয়ান।
পরে উপজেলা পরিষদ চত্বরে জহুরুল ইসলাম অজ্ঞান হলে তারা অটোরিকশাটি নিয়ে চলে যান। অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা পরিষদে সেবা নিতে আসা ব্যক্তিরা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক জুলহাজ উদ্দিন জানান, বিস্কুটের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর অজ্ঞান হলে অটোরিকশা টি নিয়ে যায় প্রতারক চক্র।
অটোরিকশা টি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হবে।

জনপ্রিয়

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

প্রকাশের সময় : ০৭:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

জামালপুরের বকশীগঞ্জে চালককে বিস্কুটের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এঘটনা ঘটে।
ওই অটোরিকশা চালকের নাম জহুরুল ইসলাম (২৮)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের তারা মিয়ার ছেলে।
জানা যায়, দেওয়ানগঞ্জের সাখাওয়াত মোড় থেকে দুই জন ব্যক্তি যাত্রী সেজে অটোরিকশায় করে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আসেন। ওই দুই ব্যক্তি কিছুক্ষণ পর অটোরিকশা চালক জহুরুল ইসলামকে বিস্কুট খাওয়ান।
পরে উপজেলা পরিষদ চত্বরে জহুরুল ইসলাম অজ্ঞান হলে তারা অটোরিকশাটি নিয়ে চলে যান। অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা পরিষদে সেবা নিতে আসা ব্যক্তিরা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক জুলহাজ উদ্দিন জানান, বিস্কুটের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাওয়ানোর পর অজ্ঞান হলে অটোরিকশা টি নিয়ে যায় প্রতারক চক্র।
অটোরিকশা টি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হবে।