গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ৭নং ঈদুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড চকভগবানপুর গ্রামের দরিদ্র কৃষক মোঃ মোজাম্মেল সরকার দীর্ঘ পাঁচ মাস ধরে গুরুতর অসুস্থ হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অসুস্থতা পুরো পরিবারকে চরম সংকটের মধ্যে ফেলেছে। চিকিৎসার অতিরিক্ত ব্যয় বহন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।
ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসক ডাঃ অলোক চন্দ্র সরকার (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, ডি-কার্ড), সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ কর্তৃক পরীক্ষায় জানা যায়—মোজাম্মেলের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। খুব দ্রুত তার তিনটি রিং (স্টেন্ট) বসানো প্রয়োজন। কিন্তু এর আনুমানিক খরচ ৩ থেকে ৫ লাখ টাকা, যা এই অসহায় কৃষক পরিবারের কাছে প্রায় অসম্ভব।
মোজাম্মেলের স্ত্রী অসহায়ের মতো জানান—
“আমার স্বামীকে বাঁচাতে আমরা সবকিছু হারাতে বসেছি। এত টাকা জোগাড় করার কোনও উপায় নেই। সমাজের মানুষ এগিয়ে এলে হয়তো আমার স্বামী বেঁচে যাবে।”
গত বছর ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তাদের একমাত্র সন্তান মারা যায়। সন্তানের মৃত্যুতে ভেঙে পড়া পরিবারটি এখন আরেকটি কঠিন পরীক্ষার মুখোমুখি। নাতি-নাতনিদের দেখাশোনাসহ পরিবারের ভার সামলাতে এখনো মোজাম্মেলের প্রয়োজন।
অশ্রুসিক্ত কণ্ঠে মোজাম্মেল সরকার বলেন—
“আমি বাঁচতে চাই। আমার ছেলের রেখে যাওয়া সন্তানদের দাদার আদর দিতে চাই। চিকিৎসা ছাড়া আমার বাঁচার পথ নেই।”
পরিবারটি সমাজের বিত্তশালী ব্যক্তি, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং রাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন। এলাকাবাসীরাও মানবিক কারণে অসুস্থ এই কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সহায়তার জন্য যোগাযোগ:
📞 মোবাইল: 01773444297
যে কোনো হৃদয়বান ব্যক্তি মানবিক দিক বিবেচনায় সহযোগিতায় এগিয়ে আসলে একটি অসহায় পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।

ফিরোজ প্রধান, গাইবান্ধা প্রতিনিধি 

























