বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরি নদী থেকে সৈয়দ আলম চুন্নু মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ছাবের মিয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
শনিবার (২২ নভেম্বর) সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা প্রথমে পুলিশকে খবর দেয়। পরে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হলেও তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এবিএন ডেস্ক 

























