টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ব্রিজের সংযোগ রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি—রাস্তা নির্মাণে নিম্নমানের খোয়া, পোড়ামাটি এবং মাটি মেশানো বালু ব্যবহার করা হচ্ছে।
স্থানীয়দের মতে, ব্রিজের প্রধান কাঠামোর কাজ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে ভবিষ্যতে রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সল্লা গ্রামের লেবু মিয়া বলেন, “খোয়া দেখে সন্দেহ হলো। হাত দিয়ে তুলে নিচে ফেলতেই দেখি— ভেতর থেকে পোড়ামাটি বের হচ্ছে। এমন মালামাল দিয়ে কি রাস্তা হয়?”

আরেক বাসিন্দা মোশারফ হোসেন জানান, “ব্রিজের রাস্তা যদি এমন নিম্নমানের মালামাল দিয়ে করে, তাহলে বর্ষায় ভেঙে যাবে। কোন তদারকি নেই—এটাই আশ্চর্যের বিষয়।”
এলাকাবাসীর বক্তব্য—রাস্তা ভরাটে ন্যূনতম ৪০% ইটের খোয়া থাকার কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে মাটি মেশানো নিম্নমানের বালু এবং মাত্র পাতলা একটি স্তরে দেওয়া হচ্ছে নিম্নমানের খোয়া।
স্থানীয়রা বলেন, কাজটি করছে মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ, যার বিরুদ্ধে আগেও ব্রিজের মূল নির্মাণকাজে অনিয়মের অভিযোগ ছিল। এবারও একইভাবে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ তাদের।
অভিযোগ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের এক তত্ত্বাবধায়ক দাবি করেন, “সব কাজ নিয়ম মেনেই হচ্ছে। নিম্নমানের খোয়া বা বালু ব্যবহারের অভিযোগ সত্য নয়।”
এলাকাবাসীর প্রশ্ন—“সরকারি কোটি টাকার প্রকল্পে যদি এভাবে নিম্নমানের কাজ হয়, তাহলে রাস্তা কতদিন টিকবে? জনদুর্ভোগ আরও বাড়বে।”

এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্গা এন্টারপ্রাইজের ম্যানেজার লিটন-এর সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অমিত হাসান রবিন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি 





















