দেশের ম্যানচেস্টার খ্যাত নরসিংদী শেখেরচর বাজারের (বাবুরহাট) এলাকার বিভিন্ন বাজার/মার্কেটে বিএসটিআই’র অভিযান পরিচালনা করা হয় কাপড়ের টেকসই মান যাচাই-বাছাই এর জন্য।
নরসিংদীর বিএসটিআই আঞ্চলিক অফিস উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ এর নেতৃত্বে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয় ২০ নভেম্বর বৃহস্পতিবার।
রাসু প্রিন্ট শাড়ি, আঁখি প্রিন্ট শাড়ি, শংকর টেক্সটাইল, ঈশান থ্রি পিছ, চয়েজ ফ্যাশন প্রভৃতি প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
বর্ণিত প্রতিষ্ঠানসমুহে অভিযান পরিচালনাকালে বাজারজাতকৃত কাপড়ের (থান,শাড়ি,লুঙ্গি,থ্রী-পিছ ইত্যাদি) রং টেকসই-পাকা কিনা তা যাচাইপূর্বক বিএসটিআই’র সিএম লাইসেন্স দেখাতে বলা হলে ব্যর্থ হন। তাৎক্ষণিক ০১ সপ্তাহ সময় বেধে দিয়ে সিএম লাইসেন্স গ্রহণ-নবায়নের জন্য উক্ত প্রতিষ্ঠানসমূহে পত্র দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক (সিএম) নিখিল রায়, সহকারি পরিচালক (মেট) মো: কামরুল পলাশ, ফিল্ড অফিসার (সিএম)পারভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম)সরোয়ার হোসেন।
নরসিংদীর বিএসটিআই আঞ্চলিক অফিস উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ এসময় গণ মাধ্যমকে জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

নরসিংদী প্রতিনিধি 

























