পটুয়াখালীর দুমকিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. জুবায়ের (২২), তিনি একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার সঙ্গে থাকা যাত্রী জিহাদ (১৮) বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে লেবুখালী–দুমকি সড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি দ্রুতগামী অটোবাইক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুবায়ের প্রাণ হারান। পেছনে থাকা জিহাদ ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
নিহত জুবায়েরের বাড়ি পটুয়াখালীতে, তার পিতা মো. কালাম বিশ্বাস পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আহত জিহাদের পিতা জালাল হাওলাদার, বাড়ি দুমকিতে।
ঘটনার পরপরই স্থানীয়রা আহত জিহাদকে উদ্ধার করে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং জুবায়েরের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।
দুমকি থানার এসআই মো. সহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় জড়িত অটোবাইক ও মোটরসাইকেলটি জব্দ করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাহাত হাওলাদার, পটুয়াখালী প্রতিনিধি 

























