গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কোডিন ফসফেট মিশ্রিত ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেফতার হওয়া নারীরা হলেন—বেলি আক্তার (২৪) ও সায়না বেগম (৩২)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর–ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার বেলি আক্তার বগুড়া পৌরসভার উত্তর চেলোপাড়া এলাকার রোহান ইসলামের স্ত্রী এবং সায়না বেগম লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের কর্ণপুর বাগীচাটারী গ্রামের আকতার হোসেনের স্ত্রী।
ডিএনসির অভিযানিক দলের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এসময় একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হলে যাত্রীবেশে থাকা ওই দুই নারীর বোরকার নিচে পেটে স্কচটেপ দিয়ে পেঁচানো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তপন কুমার রায় বলেন, উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ফিরোজ প্রধান, গাইবান্ধা প্রতিনিধি 





















