০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

গোবিন্দগঞ্জের পান্থাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ৩ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সাপমারা ইউনিয়নের সিনটাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মণ্ডলের প্রতিবন্ধী ছেলে আলিম (৩৮)।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত কামারদহ ইউনিয়নের মধ্য মাস্তা গ্রামের খলিল (৩০) ও রানা (৩০)-কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার্ড করা হয়েছে। খলিল ওই গ্রামের ইদ্রিস আলীর (ডাবলু) ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আলিমের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলটি দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হয়ে মসজিদ ও এতিমখানায় যাওয়ার পথে প্রতিবন্ধী আলিমকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে। এ সময় পিছন দিক থেকে আসা অজ্ঞাত একটি যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলিম।

অন্যদিকে আহত মোটরসাইকেল আরোহীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রিয়

বরিশাল-৪ আসনে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়েরের মনোনয়ন জমা

গোবিন্দগঞ্জের পান্থাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ৩ 

প্রকাশের সময় : ১০:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সাপমারা ইউনিয়নের সিনটাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মণ্ডলের প্রতিবন্ধী ছেলে আলিম (৩৮)।

বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা ৩ আরোহী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গুরুতর আহত কামারদহ ইউনিয়নের মধ্য মাস্তা গ্রামের খলিল (৩০) ও রানা (৩০)-কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার্ড করা হয়েছে। খলিল ওই গ্রামের ইদ্রিস আলীর (ডাবলু) ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত আলিমের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলটি দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হয়ে মসজিদ ও এতিমখানায় যাওয়ার পথে প্রতিবন্ধী আলিমকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে। এ সময় পিছন দিক থেকে আসা অজ্ঞাত একটি যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলিম।

অন্যদিকে আহত মোটরসাইকেল আরোহীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।