জেলার কালীগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারি/য়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুক্তার হোসেন (৩৬) নামে এক যুবক নিহ/ত হয়েছেন। তিনি ওই ইজিবাইকের চালক। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ছোটশিমলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সকালে ইজিবাইকে যশোরের চৌগাছায় যাচ্ছিলেন মুক্তার হোসেনসহ কয়েকজন। পথে কালীগঞ্জে ছোটশিমলা গ্রামে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপরেই উল্টে যায় গাড়ি। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মর/দেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাত/দন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

বনি আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি 

























