০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়া/বাসহ নারী গ্রে/ফতার

নড়াইলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসরিন বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত নাসরিন বেগম নড়াইলের কালিয়া থানাধীন সুমেরুখোলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সুমেরুখোলা গ্রামের শহিদুল ইসলামের বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে নাসরিন বেগমকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় নড়াইলের কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, মাদকমুক্ত নড়াইল গঠনে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সাংবাদিক ঐক্য ফেডারেশন, টাঙ্গাইল-এর উদ্যোগে বনভোজন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ইয়া/বাসহ নারী গ্রে/ফতার

প্রকাশের সময় : ১২:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

নড়াইলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসরিন বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত নাসরিন বেগম নড়াইলের কালিয়া থানাধীন সুমেরুখোলা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সুমেরুখোলা গ্রামের শহিদুল ইসলামের বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে নাসরিন বেগমকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় নড়াইলের কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নড়াইল জেলার পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, মাদকমুক্ত নড়াইল গঠনে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।