“No Promotion, No Work” স্লোগানকে সামনে রেখে চলমান কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছেন বান্দরবান সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ নুরুল আবছার চৌধুরী। আজকের কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি আন্দোলনকারীদের ন্যায্য দাবি ও যৌক্তিক আন্দোলনের প্রতি সমর্থন জানান।
এসময় কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দও উপস্থিত থেকে আন্দোলনে সংহতি প্রকাশ করেন। তাদের উপস্থিতি এবং সমর্থন আন্দোলনকারীদের মনোবল আরও বৃদ্ধি করেছে।
আন্দোলনকারীরা জানান, শিক্ষকদের প্রাপ্য পদোন্নতি ও ন্যায়সংগত অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমাধানের উদ্যোগ নেবে।

ফরহাদ আহমদ সজল, বান্দরবান 

























