গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্র্যাকের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ‘খেলার জগৎ’ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি ফর প্লে প্রোগ্রামের আয়োজন করে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদ্দুনবী, সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক নাজমুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষার মান উন্নয়নে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। ব্র্যাকের ‘খেলার জগৎ’ মডেল শিশুর সৃজনশীলতা, অংশগ্রহণ ও শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফিরোজ প্রধান, গাইবান্ধা প্রতিনিধি 

























