বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজজেলায় দুই দিনব্যাপী, শুরু হয়েছে ‘Youth Camp: Co-Creating Solutions for a Resilient Tomorrow’ শীর্ষক যুবকদের অংশগ্রহণে কর্মশালা। এতে ৩৫ প্রশিক্ষাণর্থী অংশ নেয়।
আজ বুধবার ১৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, আলীকদমের দামতুয়া ইন–এ অনুষ্ঠিত এই ক্যাম্পে স্থানীয় তরুণদের নিয়ে শুরু হয়েছে ভবিষ্যৎ টেকসই উন্নয়ন ও স্থিতিস্থাপকতা বিষয়ে বিভিন্ন কার্যক্রম। ক্যাম্প চলবে আগামীকাল ২০ নভেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানটি আয়োজন করেছে Local Volunteer Mediators Forum (LVMF) এবং Youth Forum, Alikadam Upazila.
এতে এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী ও যুব প্রতিনিধিরা অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন, জীবিকায় স্থিতিস্থাপকতা, সামাজিক সম্প্রীতি, যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ের সমাধানমুখী উদ্যোগ নিয়ে আলোচনা করছেন।
ইভেন্টটিকে সহায়তা করেছে—
* Partnership for Resilient Livelihoods in CHT Region (PRLC)
* Ecosystems Restoration and Resilience Development in the CHT (ERRD-CHT)
আয়োজকরা জানিয়েছেন, তরুণদের নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে টেকসই সমাধান তৈরিই এই ক্যাম্পের মূল লক্ষ্য।
স্থানীয় যুবকদের অংশগ্রহণে প্রথম দিনের আলোচনায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

আলীকদম প্রতিনিধি 

























