গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর ফকিরপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। আটক ব্যক্তিরা হলেন—উপজেলার কেশালীডাঙ্গা কে.এন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা নাহার বানু এবং জামালপুর মজিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান সুমন।
গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দুই শিক্ষকের মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল। মঙ্গলবার গভীর রাতে নিশি রাত্রি উদযাপনের উদ্দেশ্যে তারা নুরপুর ফকিরপাড়া গ্রামে মিলিত হলে বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা তাদের হাতেনাতে আটক করে। এসময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়রা শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে ক্ষোভ প্রকাশ করেন।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিক্ষককে থানায় নিয়ে আসে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফিরোজ প্রধান, গাইবান্ধা প্রতিনিধি 





















