লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ইটভাটায় প্রশাসনের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে প্রতিবাদ করছেন স্থানীয়রা। ফাইতং বাজার এলাকায় প্রায় পাঁচ থেকে ছয় হাজার উপজাতি ও বাঙালি নারী-পুরুষ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ জানাচ্ছেন।
উত্তেজনাপূর্ণ পরিবেশে অনেকেই মাথায় সাদা পট্টি বেঁধেছেন, এমনকি কেউ কেউ কাপনের কাপড় পরে প্রতিবাদে যোগ দিয়েছেন।
বিক্ষোভকারীরা জানান—বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে কোনোভাবেই ইটভাটা ভাঙতে দেওয়া হবে না। তাদের দাবি, প্রশাসন যদি অভিযান চালাতে চায়, তবে “লাশের উপর দিয়েই যেতে হবে।”
অভিযান ঠেকাতে দৃঢ় অবস্থানে থাকা স্থানীয়রা দিনভর সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন।

ফরহাদ আহমদ সজল, বান্দরবান 





















