জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে ঘিরে সোমবার (১৭ নভেম্বর) ভোর থেকেই শিবচরে বাড়তে থাকে সতর্কতা। সম্ভাব্য অস্থিতিশীলতা রোধে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও উপজেলায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান কর্মসূচিতে নেমে পড়ে স্থানীয় বিএনপি।
উপজেলার বিভিন্ন পয়েন্টে ভোর থেকেই অবস্থান নেন মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু, সদস্য মাহাবুব মাদবর এবং পৌর বিএনপির সদস্য সচিব আজমল হুদা সেলিম খানসহ নেতাকর্মীরা।
এদিকে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও সমান তৎপর ছিল। পুলিশ, র্যাব ও বিজিবি রাতভর এক্সপ্রেসওয়েতে টহল জোরদার করে রাখে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু তার কর্মীদের নিয়ে এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন সড়কে মহড়া দেন। উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানাও দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য বাসার সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ্চর গোলচত্বরে পৃথক অবস্থান কর্মসূচি পালন করা হয়।
রাত দিন শিবচরের সড়কগুলোতে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও রাজনৈতিক তৎপরতার

অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি 



















